অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা বিকাশ (উপপরিদশক) রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন।
তদন্তকারী কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। নওশাবার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মাজহারুল হক চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে র্যাব-১ এর ল অ্যান্ড ইনভেস্টিগেশন অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে জানান, মামলা হওয়ার পর নওশাবাকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে রুদ্র ছাড়া আর কারাও নাম পাওয়া গেছে কি-না জানতে চাইলে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘রুদ্রর কাছ থেকে তথ্য পেয়ে সে ওই ভিডিও ছেড়েছে বলে আমাদের জানিয়েছে। এর বেশি কিছু বলিনি। তবে আমরাও তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেশি সময় পাইনি। তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে গুজব ছড়ানোর এই ঘটনায় আরও কেউ সহযোগী থাকলে সে বিষয়ে জানা যেতে পারে।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার (৪ আগস্ট) নওশাবা আহমেদকে আটক করে র্যাব। পরে র্যাব-১ এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।