একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগামী রবিবার (১১ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। শুক্রবার (৯ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি নিজেই এতথ্য নিশ্চিত করেন।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (হবিগঞ্জ-৪) মাধবপুর-চূনারুঘাট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন। মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামে তার জন্ম। এই গ্রামেই তার শৈশব কেটেছে। কৈশোর আর যৌবনের সময় কেটেছে সিলেট শহরে। তিনি বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলা ট্রিবিউনকে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘নির্বাচন করার জন্য আমি জন্য প্রস্তুত। জননেত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, ইনশাল্লাহ।’
মাধবপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল্লাহ বলেন, ‘ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সারা দেশেই গ্রহণযোগ্য একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ব্যাংক সেক্টরে, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি মাধবপুর-চূনারুঘাট থেকে নির্বাচন করলে স্থানীয় মানুষেরা নিঃসন্দেহে আনন্দিত হবেন।’
হবিগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি নৌকা মার্কায় নির্বাচিত হয়েছেন। এর আগে এই আসনে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।