বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে প্রশ্ন রয়েছে। সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা একটা নির্বাচন করতে চায়। তারা আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ দিন পর্যন্ত থাকার চেষ্টা করব। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।’
বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার সকালে সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সংবাদ সম্মেলন শেষে ফখরুল বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে গণসংযোগের জন্য বের হন।
ফখরুল বগুড়া-৬ (সদর) ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী। সংবাদ সম্মেলনে বগুড়ার আরও ছয় বিএনপি প্রার্থীর মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।
তারা হলেন বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের আব্দুল মোহিত তালুকদার, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ ও বগুড়া-৭ আসনের মোর্শেদ মিল্টন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র এ কে এ এম মাহবুবর রহমান ও বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মী সংবাদ সম্মেলনে ছিলেন।
ফখরুল বলেন, ‘জনগণকে জাগিয়ে তোলা এবং ভোটকেন্দ্রে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করানোটাই আমাদের একমাত্র কাজ। কারণ আমরা জানি জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই সত্যের জয় হবে। গণতন্ত্রের জয় হবে।’
জনগণকে ভোটকেন্দ্রে নেওয়ার কৌশল সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলেও ফখরুল কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘এটা ভোটের দিনই জানতে পারবেন।’