আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ভোট প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।
রবিবার (৩০ ডিসেম্বর) রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হয়। জাতীয় ঐক্যফ্রন্টসহ বিরোধী রাজনৈতিক দলগুলো ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) নির্বাচন প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আর ড. কামাল হোসেন সাহেব জনগণ দ্বারা এমন একজন প্রত্যাখ্যাত ব্যক্তি যিনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করার সাহস রাখেননি। কাজেই আমরা বলতে চাই, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ভোট প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।’
নানক আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম, নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের অভিনন্দন জানানো হবে। তারা এমন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবেন। তারা সেই অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি।’
এসময় তিনি নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান, ধন্যবাদ জানান। একইসঙ্গে নির্বাচন কমিশন, নির্বাচনে সংশ্লিষ্ট যারা পরিশ্রম করেছেন তাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।