জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
পুলিশ জানায়, জমি নিয়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গড়াইল গ্রামে রফিজুদ্দিন বিশ্বাস এর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো কুদ্দুস সরদার ও তার পরিবারের। স্থানীয়ভাবে কয়েকদফা শালিস বৈঠক হলেও সুরাহা হয়নি। ওই বিরোধের জেরে গতকাল শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় সোহেল বিশ্বাস নামের এক ছাত্রের ওপর হামলা চালায় কুদ্দুস সরদারের ছেলে ও তার গুণ্ডাবাহিনী।
এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা যায় রফিজুদ্দিন বিশ্বাস সম্পর্কে সোহেল বিশ্বাস-এর পিতামহ। আরও জানা যায় যে, একই জমির জের ধরে পূর্বে রফিজুদ্দিন বিশ্বাস, তাঁর ছেলে আব্দুল হক বিশ্বাস সহ তাঁর পরিবারের আরও বেশ কিছু সদস্যদের নির্মম ভাবে হত্যার শিকার হতে হয়েছে।
এ ব্যাপারে ক্যামেরার সামনে পুলিশ কোন বক্তব্য দিতে রাজি হয়নি।