ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষ করে আজ রাতেই দেশে ফেরার বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে পৌঁছাবে আগামীকাল (শনিবার)। আফগানিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে হেরে গ্রুপ পর্ব থেকেই এবার এশিয়া কাপ যাত্রা শেষ হয়েছে টিম বাংলাদেশের। নিজেদের গ্রুপের দুই প্রতিপক্ষ বাদে অন্য গ্রুপ থেকে ভারত সহ পাকিস্তান বা হংকং যখন সুপার ফোরের প্রস্তুতি নিতে ব্যস্ত, টাইগারদের ব্যস্ততা থাকবে তখন দেশে ফেরার বিমান ধরতে।
শনিবার (৩ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার কথা রয়েছে সাকিব-মুশফিকদের। ক্রিকেটাররা দেশে ফিরে আপাতত কয়েকদিনের ছুটি কাটাবেন। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে যাচ্ছেন দলের কোচিং স্টাফের সদস্যরা।
এদিকে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স এশিয়া কাপের পরই ফিরছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আপাতত দিন দশেকের ছুটি পার করে দলের সঙ্গে থাকবেন সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কন্সালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। সেখানে শ্রীরামই পরখ করতে দেখবেন সকলকে, তাকে সাহায্য করার জন্য স্থানীয় কোচরাও থাকবেন। এশিয়া কাপের দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও পর্যবেক্ষণ করা হবে শ্রীরামের অধীনে।