গতকাল রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে দেখা যায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি ব্লগার এমডি আব্দুন নাফিকে গ্রেফতারের দাবিতে দেয়াল লিখন। এ নিয়ে বিএনপি সমর্থক ও বিএনপি কর্মীদের মধ্যে এক ধরনের আতংক লক্ষ্য করা যায়। তবে কে বা কারা এই দেয়াল লিখন করেছে তার খোঁজ মিলেনি এখনও।
উক্ত দেয়াল লিখনে লেখা ছিলঃ “বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনাকারী বিএনপির কুলাঙ্গার, দেশদ্রোহী এমডি আব্দুন নাফিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক”
এরকম আরেকটি দেয়ালে লিখা ছিলঃ “আন্তর্জাতিক অঙ্গলে বাংলাদেশের ভাবমূর্তি নস্টকারী, ষড়যন্ত্রকারী বিএনপির দালাল এমদি আব্দুন নাফি ও তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
তবে এ বিষয়ে খোঁজ নিলেও কে বা কারা সারাদেশে এই দেয়াল লিখন লিখেছে তা নিশ্চিত করে খোঁজ মিলেনি।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সাথে কথা বললে তিনি বলেন, “এধরনের জঘন্য কাজ ছাত্রলীগ ছাড়া আর কেউ করতে পারেনা। তারা প্রখাস্যে ক্ষমতার অপব্যবহার করেই চলেছে। কখনও সাংবাদিক পেটায় তো কখনও পুলিশ খুন করে। এই অবৈধ সরকারের বাই প্রডাক্ট হলো এই ছাত্রলীগ। তারা আমাদের বিএনপি ও ছাত্রদলের কর্মীদের রাজনীতির মাঠে অচল করার ষড়যন্ত্র করেছে। তাইতো আব্দুন নাফির মতো একজন সৎ ও একনিষ্ঠ সমর্থকদের সত্যকথনে বাঁধা দিচ্ছে। নানা ধরনের অত্যাচার, মামলা, এমনকি গুম-খুন ও করছে অবাধে। তাদের জ্বালায় আমাদের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা রাজপথ ছাড়ব না। আমি সকল সর্বসাধারণ মানুষকে এককভাবে মিলিত হয়ে এই অবৈধ সরকারকে প্রতিহত করতে হবে। আর সরকারকে বলব আপনারা কেয়ারটেকার গভর্নরদের কাছে ক্ষমতা হস্তান্তর করে স্ব-সম্মানে বিদায় নিন এবং সাধারণ জনগণকে সুষ্ঠু ভাবে নির্বাচনে অংশ নিয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ দিন। অনেক তো হলো!”
তথ্য সূত্রে জানা যায়, এমডি আব্দুন নাফি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং দীর্ঘদিন যাবত অনলাইনে রাজনৈতিক বিশ্লেষণ ও বিশেষ করে বিএনপির সমর্থনে ব্লগ, ম্যাগাজিন ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লিখালিখি করছেন। বিএনপি ও রাজনীতি ভিত্তিক তাঁর তিনটি বই ও প্রকাশিত হয়েছে। এবং তাঁর বিএনপি সমর্থন করে লেখালেখির কারনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছে। সম্প্রতি সারাদেশে ছাত্রলীগের সমাবেশ চলাকালীন সময়ে ছাত্রলীগ কর্মীরা এমডি আব্দুন নাফির নাগরিকত্ব বাতিলের দাবিতে স্লোগান দেন এবং আব্দুন নাফির ছবি সম্বলিত একটি পোস্টার সারাদেশের বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে লাগিয়ে দেন।