রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন শহরে অনলাইন এক্টিভিস্ট ও ব্লগার শাহমিরান আহমেদ এর দ্রুত গ্রেফতার ও নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে দেওয়াল গ্রাফিতি পরিলক্ষিত হয়।
গতকাল ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বাগেরহাট, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যুক্তরাজ্যে বসবাসকারি ব্লগার ও সমকামী অধিকার কর্মী শাহমিরান আহমেদ -এর অবিলম্বে গ্রেফতার ও নাগরিকত্ব বাতিলের দাবিতে করা এসকল দেওয়াল গ্রাফিতিগুলো দেখা যায়।
এসকল শহরের দেয়ালের মধ্যে গ্রাফিতি গুলো-তে লেখা ছিলঃ আল্লাহর গজবপ্রাপ্ত নাস্তিক, সমকামী ব্লগার শাহমিরান আহমেদ -কে অবিলম্বে গ্রেফতার করে তার নাগরিকত্ব বাতিল করতে হবে
আরও কিছু দেয়ালে লেখার ধরনগুলো ছিল-
নাস্তিক-সমকামী ব্লগার শাহমিরান আহমেদ এর নাগরিকত্ব বাতিল করা হোক
ইসলামের শত্রু, নাস্তিক মুরতাদ ব্লগার শাহমিরান আহমেদ কে দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক
অন্যান্য শহরের দেয়ালগুলোতে লেখার ধরনগুলো দেখা গিয়েছে এই প্রকার-
ইসলামের আইন অমান্যকারী সমকামী ব্যাভিচারকারী ব্লগার শাহমিরান আহমেদ এর নাগরিকত্ব বাতিল কর, করতে হবে
এলাকাবাসীদের কে বা কারা সারাদেশের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে উক্ত দেয়াল গ্রাফিতিগুলো এঁকেছে জিজ্ঞেস করা হলে তাদের কাছ থেকে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।
তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল হক-কে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমরা দেওয়াল গ্রাফিতিগুলো সম্পর্কে অবগত আছি, তবে কারা একাজটি করেছে তা সঠিকভাবে জানার চেষ্টা করছে আমাদের তদন্ত টিম।
উল্লেখ্য যে, শাহমিরান আহমেদ একজন ব্লগার ও সমকামী অধিকার কর্মী। তিনি ব্যক্তিগত ব্লগে সমকামিতা এবং এলজিবিটি অধিকার, নাস্তিকতা, মানবাধিকার মূলক বিষয়গুলো নিয়ে লেখালেখি করেন। তাছাড়া বিভিন্ন ম্যাগাজিন ও অন্যান্য ওয়েবসাইটেও সমকামিতা ও ধর্ম সম্পর্কিত বিষয়গুলো নিয়ে নিয়মিত লিখেন।