গতকাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, কুমিল্লা, রাজশাহী সহ সারাদেশের বিভিন্ন এলাকায় অনলাইন অধিকার কর্মীর নাগরিকত্ব বাতিলে ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে করা হেফাজতের পোস্টার দৃষ্টিগোচর হয়।
ওই দিন সারাদেশে একযোগে জন সংযোগ করে হেফাজত ইসলাম বাংলাদেশ এবং হেফাজত কর্মীরা ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট এমডি মিজানুর রহমান এর নাগরিকত্ব বাতিল করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেয়।
এই পোস্টারে এমডি মিজানুর রহমানের ছবি দেখা যায় এবং তাতে লেখা ছিল – নারায়ে তাকবীর, আল্লাহু আকবর। আল্লাহর আইন অমান্যকারী, ইসলামের শত্রু, নাস্তিক, আল্লাহর গজবপ্রাপ্ত, ইহুদি নাসারার এজেন্ট এমডি মিজানুর রহমান-এর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে। প্রচারেঃ হেফাজত ইসলাম বাংলাদেশ।’
হেফাজেত ইসলামে এক কর্মীর কাছে দেয়ালে পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি আমাদের বলেন যে, ‘‘সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ যারা আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা.) আল্লাহ এবং আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করবে, গালি-গালাজ করবে, কটূক্তি করবে তারা সবাই আমাদের টার্গেট। ইনশাআল্লাহ আমরা তাদের হত্যা করবো।’’
উল্লেখ্য, হেফাজতে ইসলাম নাস্তিক এবং ব্লগারদের ছবি যেভাবে দেয়ালে দেয়ালে লাগিয়েছে, ২০১৬ সালে ঠিক এভাবেই চার ব্লগারের ছবি প্রকাশ করে হত্যার হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। তারা হচ্ছেন আসিফ মহিউদ্দিন, রাজীব হায়দার ওরফে থাবা বাবা, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্য আজাদ। তাদের মধ্যে দুইজনই (রাজীব হায়দার ও ওয়াশিকুর রহমান বাবু) জঙ্গিদের হাতে খুন হন। জঙ্গি হামলার ভয়ে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে অনেকেই দেশ ছেড়েছেন।