ভিডিও’তে দেখা যায়- এই চিত্রনায়িকা হাসতে হাসতে দৌড়াচ্ছে। আর ভিডিও’র শেষ দিকে তাকে হাটতে দেখা যায়। পরীমণির এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত তার স্ট্যাটাসটি ৩১ হাজার লাইক, দুই হাজার নয়শ’ কমেন্ট ও ছিচল্লিশ বার শেয়ার হয়। এতে বেশিরভাগ নেটিজেনরাই এই নায়িকার প্রশংসা করেন। কেউ কেউ আবার তার সমালোচনাও করেন।
নেটিজেনরা লিখেন, তুমি একটা পরী। আপনাকে খুব ভালো লাগে। আমাদের মিষ্টি পরী। তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, ভালোবাসা অবিরাম।