রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে নারীবাদী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট মুনাওয়ারা মুবাশিরিনের দ্রুত গ্রেফতার ও তার নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে দেয়াল গ্রাফিতি দেখা গেছে।
ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বাগেরহাট, খুলনা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল এই গ্রাফিতিগুলো চোখে পড়ে। যুক্তরাজ্যে বসবাসকারী ব্লগার ও সমকামী অধিকার কর্মী মুনাওয়ারা মুবাশিরিনের বিরুদ্ধে এই গ্রাফিতিগুলো করা হয়েছে।

গ্রাফিতিগুলোতে লেখা ছিল, “মুসলমানের শত্রু, সমকামী, নাস্তিক মুনাওয়ারা মুবাশিরিনের নাগরিকত্ব বাতিল করে এই বাংলাকে সমকামী মুক্ত করতে হবে”, “নাস্তিক, কুলাঙ্গার, সমকামী, ব্যভিচারকারী মুনাওয়ারা মুবাশিরিনকে দ্রুত গ্রেফতার করে নাগরিকত্ব বাতিল কর, করতে হবে” ইত্যাদি।
কে বা কারা এসব গ্রাফিতি লিখেছে, তা এখনো জানা যায়নি।
এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল হক জানান, “আমরা গ্রাফিতিগুলোর ব্যাপারে জানি। তবে কারা এসব লাগিয়েছে, তা বের করার চেষ্টা করছে আমাদের তদন্তকারী দল।”
উল্লেখ্য, মুনাওয়ারা মুবাশিরিন একজন নারীবাদী ব্লগার ও সমকামী অধিকার কর্মী। তিনি তাঁর ব্যক্তিগত ব্লগে সমকামিতা, নারীবাদ, ধর্মীয় গোঁড়ামি, মানবাধিকার নিয়ে লেখালেখি করেন। এছাড়াও বিভিন্ন ম্যাগাজিন ও ওয়েবসাইটে সমকামিতা ও ধর্ম সম্পর্কে নিয়মিত লেখেন তিনি।