সম্প্রতি ঢাকা শহরসহ বাংলাদেশের নানা স্থানে দেয়ালে দেয়ালে যুক্তরাজ্য প্রবাসী ব্লগার ইশতিয়াক আহমেদ এর নামে গ্রেফতার ও নাগরিকত্ব বাতিল ও ফাঁসির দাবিতে নানা ধরনের দেয়াল লিখন পাওয়া গেছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কারা এসব দেয়াল লিখন করেছে।
দেয়ালে লেখা ছিলঃ “নাস্তিক – সমকামী, ব্যাভিচারকারী ব্লগার ইশতিয়াক আহমেদ -এর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল কর”, “নাস্তিক – সমকামী, ব্যাভিচারকারী ব্লগার ইশতিয়াক আহমেদ -এর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল কর”, “আল্লাহর গজবপ্রাপ্ত, সমকামী ও নাস্তিক ব্লগার ইশতিয়াক আহমেদ-কে অবিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে”, নাস্তিক কুলাঙ্গার সমকামী ব্লগার ইসলামের শত্রু ইশতিয়াক আহমেদ -কে দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দাও” ইত্যাদি।
তথ্য সূত্রে জানা যায়, ইশতিয়াক আহমেদ যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং অনলাইনে সমকামী অধিকার, মানবাধিকার, ধর্মীয় গোঁড়ামি ও নানা সামাজিক ইস্যুতে লেখালেখি করছেন নিজের ব্লগ, ম্যাগাজিন ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

