২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বড় আকৃতির নীল রঙের বেলুনের সঙ্গে তুলনা করে এর ভেতরটা শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার (৭ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অর্পণ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, ‘ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন; যার ভেতরে কিচ্ছু নাই, শূন্য। এটা একটি গতানুগতিক বাজেট। নির্বাচনকে সামনে রেখে এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট সম্পর্কে মন্তব্য করার আগে আমার প্রশ্ন, এই সরকারের বৈধতা আছে তো? এই সরকারের বাজেট দেওয়ার অধিকার আছে তো?’
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘গত ৯ বছরের শাসনে জনগণকে যা কষ্ট দিয়েছেন, সেটা ইতিহাসে লেখা থাকবে। মানুষ এই কষ্টের কথা ভুলেনি, ভুলবে না। গত বছর যে পরিমাণ অর্থপাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে, এসব নিরসন করার কোনও নির্দেশনা এই বাজেটে নেই।’
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে মওদুদ বলেন, ‘এতদিন ইসি বলেছে, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। এখন হঠাৎ করেই আবার বলছে, সেনা মোতায়েন হবে। হঠাৎ কেন, এটাও একটা প্রশ্ন। তবে সেনা মোতায়েন করলে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে; শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা চলবে না। জনগণ নির্বাচনের দিন নির্ভয়ে যাতে ভোট দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে।’