চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধভাবে এবং বেশি দামে সার ও বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩২ হাজার টাকার জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যেমন মুদি দোকান, সার-বীজ ও বেকারি পণ্য বিক্রির দোকানে ভ্রাম্যমাণ তদারকি চালানো হয়। এ সময় তাদের জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, লাইসেন্স নবায়ন না থাকায় হাজিরা খাতুন্নেসার মালিকানাধীন ‘মায়া বেকারি’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, বেশি দামে এবং অবৈধভাবে সার ও বীজ বিক্রির জন্য এবং লাইসেন্স না থাকায় একই আইনের ৪৩ ধারায় আশরাফুল ইসলামের চালানো ‘মেসার্স মদিনা ট্রেডার্স’ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ালো ৩২ হাজার টাকা।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত এবং যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
আয়োজনে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, কাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আজকের খবর/বিএস

