চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে রাতের অন্ধকারে ১৪ ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে বা দিনকালেই এদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে তাড়িয়ে নিয়ে আসে বিএসএফ। এরপর স্থানীয়রা দেখামাত্র এরা চার কিলোমিটার হেঁটে দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছে আশ্রয় নেয়। এরা সবাই এক পরিবারের সদস্য, যার মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন আর শিশু ৪ জন। মূলত এরা হিন্দি ভাষাভাষী, তবে তাদের মধ্যে অনেকের ভাষা ও ধর্ম আলাদা। পুশইন হওয়া ব্যক্তিরা জানায়, তারা সবাই মুসলিম এবং উড়িষ্যার নাগরিক। তাদের বাড়িঘর সেখানে। ভারতের পুলিশ তাদের বাংলাদেশে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার করে জেলে পাঠায় এবং তাদের আধার কার্ড, রেশন কার্ড বাজেয়াপ্ত করে। এক মাস পাঁচ দিন তারা উড়িষ্যার জেলে কাটিয়েছেন, এরপর দু’দিন আগে কলকাতায় নিয়ে আসা হয়। এরপর নদীয়া জেলার গেঁদে নামের সীমান্তে কাঁটাতার গেট খুলে মধ্যরাতের পরে বাংলাদেশে প্রবেশ করানো হয়। শুক্রবার রাত দশটার দিকে স্থানীয়রা দেখতে পান, এরা শীতের পোশাক ও খাবার দিয়ে তাদের সহায়তা করে একটি দোকানের সামনে রাখেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এদের মধ্যে অনেকেই অসুস্থ। প্রথমে তাদের চিকিৎসা দেওয়া হবে, এরপর ডিসি ও ইউএনও স্যার পরবর্তী ব্যবস্থা নেবেন।

