বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম আব্দুস সাত্তার। আর প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে সাবেক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সালেহ শিবলীকে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বি এম আব্দুস সাত্তার বাংলাদেশের সাবেক সিনিয়র সচিব, যিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সালেহ শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
সালেহ শিবলী দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন। তার সাংবাদিকতা ক্যারিয়ার শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকা থেকে। এরপর তিনি দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
তিনি বাংলাদেশের নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) দ্বারা প্রকাশিত ম্যাগাজিন ‘এশিয়ান ব্রিজ’ এ বহু নিবন্ধ লিখেছেন। প্রবাস জীবনেও লন্ডনের বাংলা টেলিভিশন চ্যানেল এস-এ-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিবলীগেটি গণমাধ্যম ও প্রশাসন বিষয়ক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিডনি পলিসি এন্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন-রেসিডেন্ট ফেলো হিসেবে কাজ করছেন।
নিয়োগপ্রাপ্ত এই দুই ব্যক্তির কাজের মাধ্যমে বিএনপির মিডিয়া ও প্রশাসনিক কার্যক্রম আরও সফলভাবে এগিয়ে যাবে বলে আশা করছে দলটি।
আজকের খবর/বিএস

