বাণিজ্যিক ঝাটকার কারণে আপাতত চলচ্চিত্র থেকে দূরে থাকছেন দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গার্মেন্টস ব্যবসায় বড় ধাক্কা খাওয়ার পর পুরো মনোযোগ ব্যবসা চালিয়ে তোলায় দিচ্ছেন তারা, এমনটাই জানিয়েছেন অনন্ত জলিল এক বেসরকারি টেলিভিশনকে।
অনন্ত বলেন, ‘আমি কখনও সিনেমার জন্য অতিমাত্রায় উন্মত্ত ছিলাম না। ব্যবসার দিকটায় মন দেওয়া আমার স্বভাব—শুটিংয়ের ফাঁকে ব্যবসার খেয়াল রাখতাম। ব্যবসা যখন ভালো অবস্থায় না পৌঁছায়, সে অবস্থায় আবার সিনেমায় নামাটা ঠিক হবে না।’
তিনি আরও জানান, কোনো কাজ যখন সংকটের মুখে থাকে, সেটি কাটিয়ে ওঠাই তার মূল উদ্দেশ্য। ‘এখন ব্যবসা ভালো যাচ্ছে না। এদিকে সিনেমা নিয়ে লাফালাফি করলে সামনের দিনগুলো আরওটা কষ্টকর হতে পারে—তাই আমি ব্যবসার দিকে নজর দিচ্ছি’—বলেছেন অনন্ত।
অনন্ত জলিল ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। তৎকালীন থেকেই নানা ছবিতে স্ত্রীরাও তাকে সঙ্গে করেছেন; বর্ষা বহু চলচ্চিত্রে তার সহঅভিনেত্রী। অনন্ত জানিয়েছেন, ‘ভবিষ্যতে যদি আবার সিনেমা করবো, আমরা অবশ্যই একসঙ্গে করবো। না হলে দুজনেরই আলাদা কাজ করার ইচ্ছে নেই। এটা আমাদের পেশা নয়, শখে আমরা করি।’
বর্তমানে অনন্তের দুটি ছবির শুটিং থমকানো আছে—‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’। এছাড়া জাজ প্রযোগনায় মাসুদ রানা সিরিজের ‘চিতা’ ছবির মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব নির্মাণের ভবিষ্যত সম্পর্কে অনন্ত বলেন, ‘যদি কখনো পরিস্থিতি অনুকূলে আসে আমরা করব, না হলে নয়।’
বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, ব্যবসায়িক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত দর্শকরা হয়তো যুক্ত দম্পতির নতুন সিনেমা দেখার অপেক্ষায় থাকবেন।
আজকের খবর/আতে

