নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের যুক্তরাষ্ট্র জয় বাংলাদেশের মূল পর্বে ওঠা নিশ্চিত করেছে। সুপার সিক্সে এখনও দুই ম্যাচ হাতে রেখেই টাইগ্রেসরা মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।
আগেই বাছাই পর্বে ধারাবাহিক পাঁচ জয় পেয়ে মূলপর্বে দুর্বল অবস্থান থেকে নিজেদের শক্ত অবস্থানে এনে রেখেছিল বাংলাদেশ। মঙ্গলবার নেদারল্যান্ডস যখন যুক্তরাষ্ট্রকে হারাল, তখনই তাদের সমান পয়েন্টে পৌঁছে যাওয়ার কারণে বাংলাদেশের জায়গা চূড়ান্ত হয়ে যায়।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র করা ৭ উইকেটে ১২৯ রান। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছিল; এরপর বৃষ্টি দেখা দেয়। মাঠে খেলা আর চালু না হওয়ায় ডি এল (D/L) মেথড অনুযায়ী নেদারল্যান্ডসকে ২১ রানে বিজয়ী ঘোষণা করা হয়। এই জয়েই নেদারল্যান্ডসও World Cup-এর মূল পর্বে উঠেছে।
এখন বাছাইপর্ব থেকে বাকি দুটি স্থান পেতে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এগিয়ে আছে। বর্তমানে কোনো পয়েন্ট না থাকা যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের সুযোগ প্রায় শূন্যের কোঠায়।
উল্লেখ্য, গোলকধাঁধা কাটিয়ে উঠলেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব আয়োজন হবে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে।
আজকালের খবর/বিএস

