চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নের কারণে আজ শনিবার (৩১ জানুয়ারি) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস জানিয়েছে, ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবজি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এর আগে ২৪ জানুয়ারিও একই ধরনের কাজের জন্য ছয় ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল।
বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা, মোহনপুর, এখলাপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর ও ফরায়জিকান্দি ইউনিয়ন। পাশাপাশি আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব ও পশ্চিম, ইসলামাবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকার গ্রাহকরাও বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ স্বাভাবিক করে দেওয়া হবে। সাময়িক বিধিনিষেধের জন্য ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে পল্লী বিদ্যুৎ।
পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ওয়াহিদুজ্জামান বলেন, সবাই যেন তার সহযোগিতা করেন, সেই প্রত্যাশা রাখেন। উপরন্তু, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হয়।
আজকের খবর / বিএস

