ঢাকা , ২৬ সেপ্টেম্বর। : ডিএসই ও সিএসইর ডিমিউচুয়ালাইজেশনের স্কিম অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।
বৃহস্পতিবার কমিশনের ৪৯৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়ম অনুযায়ী দু’ প্রতিষ্ঠানকেই আগামী ৩০ দিনে মধ্যে অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করতে হবে। সভার পরবর্তী ৭ দিনের মধ্যে অনুমোদিত স্কিম রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিতে (আরজেএসসি) জমা দিতে হবে। তার পরবর্তী ১৪ দিনের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জকে আরজেএসসি রেজিস্ট্রেশন অ্যান্ড রিরেজিস্ট্রেশনের সুযোগ দেবে। এর ফলে স্টক এঙচেঞ্জ পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হবে। আর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
বিএসইসি আইন ২০১৩-এর ৫ ধারা অনুযায়ী স্টক এক্সচেঞ্জের দাখিলকৃত ডিমিউচুয়ালাইজেশন স্কিম, উক্ত আইনের ৬ ধারা অনুযায়ী অনুমোদন দেয়া হয়েছে।