পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
রাজধানীর পিলখানায় বিডিআর হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ৫ নভেম্বর। বুধবার সকালে মামলার বিচারক এই নতুন তারিখ নির্ধারণ করেন। বুধবার এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে এই তারিখ পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপরে আইনজীবী।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র“য়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর রাজধানীর পিলখানায় কিছু বিপথগামী জওয়ান বিদ্রোহ ঘোষণা করে। তাদের বুলেটে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।