নারায়ণগঞ্জে খোঁজ মিললো ব্রাজিল বাড়ির। বিশ্বকাপকে সামনে রেখে বাড়িটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই রেশ কাটতে না কাটতেই এবার দেখা মিললো ময়মনসিংহে আর্জেন্টিনা কলেজের। তবে কলেজটি ভিন্ন নামের হলেও রঙের কারণে অনেকেই কলেজটিকে আর্জেন্টিনা কলেজ নামে ডাকতে শুরু করেছেন।
ময়মনসিংহের গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ। কলেজের মূল একাডেমিক ভবনের রঙ করা হয়েছে আর্জেন্টিনার পতাকার মতো রঙে। বিষয়টি নিয়ে ফেসবুক ও এলাকাবাসীর মধ্যে চলছে নানা আলোচনা।
গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, কলেজের তিনতলা একাডেমিক ভবনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। পুরো ভবনটিকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙাতে প্রায় লক্ষাধিক টাকা খরচ করতে হয়েছে।
এ বিষয়ে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা করিনি। ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে করা হয়েছে। আর্জেন্টিনার পতাকার সঙ্গে কিছুটা মিল থাকলেও ভিন্নতাও রয়েছে। তবু যেহেতু অন্য একটি দেশের পতাকার রঙের সঙ্গে মিলে গেছে তাই রঙমিস্ত্রি ডেকে কথা বলে দেখি কী করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, বিশ্বকাপ খেলায় ব্যক্তিগতভাবে অন্য দেশকে সমর্থন করাই যায়। তার মানে এই নয় যে, কলেজের কষ্টের টাকা খরচ করে পুরো একটি ভবনকে অন্য দেশের পতাকার রঙে রাঙাতে হবে। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।