২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ঐ ঘটনার পর পেরিয়ে গেছে দুই দশক। আজ সোমবার সেই বহুল আলোচিত বোমা হামলা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এ রায় ঘোষণা করবেন।
সাত জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০১৩ সালের ২৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। আদালত রাষ্ট্রপক্ষের ১০৬ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য নেয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২ ডিসেম্বর আদালত রায়ের জন্য ঐ দিন ধার্য করে দেয়।
এদিকে এই মামলার অন্যতম আসামি হুজি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারাগারে আটক আছেন মুফতি মাঈনুদ্দিন শেখ, সাব্বির আহমেদ, শওকত ওসমান ও আরিফ হাসান সুমন। পলাতক আছেন আট আসামি।