৮ জুন থেকে আবারো মাঠে গড়াতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। শুক্রবার ইপিএলের শীর্ষে থাকা ক্লাবগুলোর বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। এছাড়া ম্যাচগুলো নির্দিষ্ট কিছু স্টেডিয়ামে নাকি নিরপেক্ষ কোন ভেন্যুতে আয়োজন করা হবে এ ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে। তবে, লিগ পুনরায় মাঠে গড়ালেও পুরোপুরি নিশ্চিত করতে হবে সরকারের বেধে দেয়া নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মাধ্যমে জানা যায়, দেশটির সংস্কৃতিমন্ত্রী অলিভার ডওডেনের সঙ্গে ইপিএলের ক্লাবগুলোর যোগাযোগ হয়েছে এবং তারা সবাই চায় যত দ্রুত সম্ভব আবারো লিগ শুরু হোক। তাই ৮ জুন হতে পারে সেই সম্ভাব্য তারিখ। তবে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। কারণ শুক্রবার লিগের শীর্ষ ক্লাবগুলোর বৈঠকেই সিদ্ধান্ত আসবে লিগ শুরুর সম্ভাব্য তারিখ। সেই সঙ্গে খেলা কোন কোন স্টেডিয়ামে হবে কিংবা কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে কিনা সে ব্যাপারেও নেয়া হবে সিদ্ধান্ত।
এদিকে, খেলা মাঠে গড়ালেও সবগুলো ম্যাচই হবে রুদ্ধদ্বার। আর প্রতিটি ম্যাচেই অবশ্যই মেনে চলতে হবে সরকারের বেধে দেওয়া নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি। নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্বের বিষয়টি।