নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান জঙ্গি বিরোধী অভিযানে গতকাল শুক্রবার পাবনা জেলায় র্যাব-০২ এর পৃথক দুইটি অভিযানে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর মোট ৬ জন সক্রিয় সদস্যকে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে , জঙ্গি প্রশিক্ষণের ট্রেনিং ম্যানুয়েল, উগ্রবাদী বইসহ উদ্ধার করা হয় ব্লগারদেরকে হত্যার উদ্দেশ্যে তৈরি করা একটি তালিকা বা হিটলিস্ট। শনিবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য দেন র্যাব-০২ এর কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী।
মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত নভেম্বর ও জানুয়ারিতে গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার রাতে ও শনিবার ভোরে পাবনার চরঘোষপুর ও নিউমার্কেট এলাকায় পৃথক দুটি অভিযান চালায় র্যাব-০২ এর দুইটি ইনভেস্টিগেশন টিম। এবং উক্ত অভিযানে গ্রেফতার করা হয় আনসার আল ইসলাম-এর ৬ জন সক্রিয় সদস্যকে। গ্রেফতার হওয়া জঙ্গিরা হলেন – আব্দুল ফাতেহ, সাকিব আল ইমতিহান, নাজমুস সাদাত ফাহিম, গিয়াস উদ্দিন, মিনহাজুর রহমান ও হাবিব উল্ল্যাহ।
উক্ত সংবাদ সম্মেলনে মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম গোপনে তৎপরতা চালাচ্ছে। তারা মূলত মুক্ত চিন্তার লেখক, ব্লগার, প্রকাশক ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যাদের কর্মকাণ্ড তাদের মতের বিরুদ্ধে যায় তাদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী তারা হত্যার মত ঘৃণ্য কর্মকাণ্ড চালায়। তারা সারাদেশের বিভিন্ন জায়গায় তাদের স্লিপার সেল তৈরি করেছে, যাদের কাজ হলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের টার্গেট-দের তথ্য জোগাড় করা এবং একে একে তাদের হত্যা করা। তারা এসব জঙ্গি তৎপরতার জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে প্রোটেক্টিভ এপ, প্রোটেক্টিভ টেক্সট ও প্রটেক্টিভ ব্রাউজার ব্যবহার করে। এবং তারা হত্যাকাণ্ডের জন্য কোন ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে দেশীয় ধারালো চাপাতি ব্যবহার করে। যার কারনে তাদের অবস্থান সম্পর্কে তথ্য বের করা মোটেও সহজ কাজ নয়। যার কারনে এধরনের জঙ্গি বিরোধী অভিযান চালানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার।
তিনি জানান উক্ত জঙ্গিদের গ্রেফতার করার সময় আরও বেশ কিছু জঙ্গি পালিয়ে গেছে এবং তাদেরকে অনুসন্ধান করে গ্রেফতার করার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, আমরা প্রাথমিকভাবে উক্ত জঙ্গিদের কাছ থেকে ৪৪টি উগ্রবাদী বই, জঙ্গি প্রশিক্ষণের ট্রেনিং ম্যানুয়েল, নানাবিধ উস্কানিমূলক লিফলেট ও ৮৩ জন ব্লগারদের নামের তালিকা বা হিটলিস্ট জব্দ করেন র্যাব-০২ এর ইনভেস্টিগেশন টিম। জব্দকৃত এই হিটলিস্টে রয়েছে মূলত বাংলাদেশ ও প্রবাসে থাকা বিভিন্ন ব্লগার, বিভিন্ন সাংবাদিক, লেখক ও প্রকাশকদের নাম। তালিকায় থাকা ৮৩ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেনঃ ডঃ মোঃ জাফর ইকবাল, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, ইমরান এইচ সরকার, সুব্রত শুভ, আরিফুর রহমান, সোহাগ শংকরী, আব্দুল গাফফার চৌধুরী, খায়রুল্লা খন্দকার, দাউদ হায়দার, টনি এন্ড্রু গোমেজ, তসলিমা নাসরিন, আসিফ মহিউদ্দিন, জয় বিশ্বাস, তানজিলা তাজ রিসা, দাঁড়িপাল্লা ধমাধম, আশিস চ্যাটার্জি, এমডি সাইফুর রহমান, আসমা জেরিন, রাসেল পারভেজ, ওমর ফারুক লুক্স, অরুনাংশু চক্রবর্তী, সৈকত চৌধুরী, আউটসাইডার, চিন্ময় দেবনাথ, অনিরুদ্ধ কর্মকার, প্রণব আচার্য, ভেরোনিকা গোমেজ, অনন্য আজাদ, আসাদ নূর, তুরিন আফরোজ, পারভেজ আলম, সোজাকোথা, মনির হাসান, শাহেদ আলম, প্রমুখ।
মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী আরও জানান, পলাতক বাকি জঙ্গি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে জঙ্গি সমস্যা সমাধানের লক্ষ্যে জিরো টলারেন্স দেখাবে এবং দ্রুত এই সমস্যা থেকে উত্তরণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর।
জেকে/গউপা/১৬১৬৮৪১২৫৮