জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। বর্তমানে ‘বদমায়েশ পোলাপাইন’ নাটকটি নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন ঈদকে কেন্দ্র করে দুটি নাটকের কাজ। যার একটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা তাহসান খান। এর আগে বান্নাহর একাধিক নাটকে ভিন্নরূপে দেখা গেছে তাহসানকে। এর মধ্যে আশ্রয় নাটকটিতে তার একেবারে ভিন্নভাবে উপস্থাপন বেশ প্রশংসিত হয়। বিশেষ দিবসগুলোতে বান্নাহ সবসময়ই তাহসানকে নিয়ে একাধিক কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও আসছে ‘মায়া’ শিরোনামের একটি নাটক। নিজের বর্তমান কাজ ও তাহসানকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে বান্নাহ বলেন, ‘ঈদে আরটিতে প্রচার হবে মায়া নামের একটি নাটক। এই নাটকটিতে তাহসান অভিনয় করেছেন। আমি আসলে প্রতিটি কাজেই নতুনত্ব রাখতে চাই। গল্পের সঙ্গে মিল রেখে আর্টিস্ট কাস্ট করি। সেই জায়গাতে আমার মনে হয়েছে মায়া নাটকটির গল্পের জন্য তাহসান উপযুক্ত। অনেক ভালোবেসে কাজটি করেছেন তিনি। নাটকটিতে তার উপস্থিতি ঈদে দর্শকদের অন্যরকম অনুভূতি জোগাবে। আর ব্যস্ততা বলতে, একটি সিরিজের কাজ শেষ করলাম। এতে আমি নিজেও অভিনয় করেছি। করোনা বাড়ায় নতুন কোনো কাজ শেষ করছি না। তবে অবস্থা পরিবর্তিত হলে ঈদে বেশকিছু কাজ করার ইচ্ছে আছে।’ এখন নানা মাধ্যমে নাটক প্রচার হওয়ায় টিভি দর্শক কমে যাচ্ছে বলে অনেকেই বলে থাকেন। তবে বান্নাহ এ বিষয়ে ভিন্নমত পোষণ করে বলেন, ‘টিভি নাটকের দর্শক কমেনি। আমাদের তো পরিমাপ করার উপায় নেই যে দর্শক কমছে না বাড়ছে। যদি কমতো তাহলে তো টিভির জন্য নাটক নির্মাণ হতো না।’ শুধু দর্শক মুখ ফিরিয়ে নেওয়া নয়। উন্মুক্ত মাধ্যমে নাটক প্রচার হওয়ায় নাটকের মান কমার পাশাপাশি চরিত্র সংকটের বিষয়টি প্রসারিত হচ্ছে। এ নিয়ে বান্নাহ আরো বলেন, ‘আগে এই বিষয়টি নিয়ে টিভি কর্তৃপক্ষকে আমরা দোষ দিতাম। ভেবেছিলাম ইউটিউবে সেই সমস্যা সমাধান হবে। কিন্তু উল্টো আরো বেড়েছে। এটা মূলত বাজেট আর কিছু আর্টিস্টের কারণে হচ্ছে।’ চরিত্র সংকটের কারণে অনেক ভালো গল্প সঠিকভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়ে। প্রয়োজনীয় চরিত্র নিয়ে নাটক নির্মাণ করলে গল্প আরো প্রাণবন্ত হয় বলে মনে করেন বান্নাহ।