সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পের ‘হাওয়া’ সিনেমা ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে দেশের ২৪ প্রেক্ষাগৃহে। যার মধ্যে দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন চলবে সিনেমাটির ২৬ শো।
হাওয়া সিনেমার সুপারভাইজার হৃদয় জুলফিকর ইত্তেফাক অনলাইনকে জানান, যেহেতু গভীর সমুদ্রে এই সিনেমার শুটিং হয়েছে সেহেতু সাউন্ডের কথা চিন্তা করে প্রাথমিকভাবে আমরা ২৪টি হল নিয়েছি। দর্শক চাহিদা অনুযায়ী হল বারানো হবে।
হাওয়া সিনেমার সুপারভাইজার হৃদয় জুলফিকর জানান, যেহেতু গভীর সমুদ্রে এই সিনেমার শুটিং হয়েছে সেহেতু সাউন্ডের কথা চিন্তা করে প্রাথমিকভাবে আমরা ২৪টি হল নিয়েছি। দর্শক চাহিদা অনুযায়ী হল বারানো হবে।
মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।
পরিচালক মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, ‘এটি সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্প, যেখানে উপজীব্য সমুদ্র। গভীর সমুদ্র ও সেখানে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে নির্মিত গল্পের চলচ্চিত্র। ৮ জন মাঝিমাল্লার ও একজন বেদেনিকে নিয়েই গল্পটি তৈরি।’
এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।