কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারির পর বিশ্লেষণ ও তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী তানভীর রাহী। তিনি এক বিশেষ সাক্ষাৎকারে আফ্রিদিকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেন এবং ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব, ব্যক্তিজীবন ও আচরণের অজানা দিকগুলো খোলাখুলিভাবে ব্যাখ্যা করেন।
সম্প্রতি তানভীর রাহীর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, ক্যামেরার সামনে আফ্রিদি এক রকম থাকলেও ব্যক্তিজীবনে তার চরিত্র সম্পূর্ণ ভিন্ন, সেটি ভয়ংকর এক মানুষ। ইউটিউব কমিউনিটিতে সবাই তাকে ভয় পান বলেও মন্তব্য করেন রাহী।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সেই সময় আফ্রিদি তার রাগের শিকার হয়েছিলেন নিজেও। রাহী জানাই, ‘রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের উপর দামী বোঝায়, কুকুরের মতো পেটাতো।’
পুরনো স্মৃতি ঝরে পড়তে তিনি বলেন, ‘অফিসের বা ব্যক্তিগত কোনো আপস থাকলে সে ফোন করত। তখনই তিনি ক্ষমতার দিক দেখাতো। একবার এক রাতে ফোন এলে আমি খুব ভয় পেয়ে যাই। ফোন ধরতেই বলে, তোর সঙ্গে এক ব্যক্তির কথা বলাবো—সে শিগগিরই দেশের বড় একজন হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। শেষে বলে, বুঝেছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।’
আফ্রিদির চরিত্র নিয়ে রাহী মন্তব্য করেন, ‘তার মনুষ্যত্ব নেই। শুধু প্রতিশোধের চিন্তা তার মাথায় কাজ করে। কারে কাে মারবে, কারে কাে ধরবে—এইই তার মূল চিন্তা। আল্লাহ কখনও এমন মানুষকে ছেড়ে দেন না।’
তিনি আরও জানান, ৫ আগস্টের পরও আফ্রিদি দেশে ভালোই ছিল। তারা চেয়েছিলেন, সে তার মতো থাকতে, আর তাঁরা নিজেদের মতো। কিন্তু সেটি এখন আর সম্ভব হয়নি।
অভিযোগের ব্যাপারে রাহী বলেন, ‘তার মধ্যে মনুষ্যত্বের অভাব, শুধু প্রতিশোধের মনোভাব। কারে কাে মারবে বা ধরে ফেলবে—একটাই চিন্তা তার। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না।’
অভিযুক্ত আফ্রিদি গত রোববার (২৪ আগস্ট) বরিশাল মহানগরীর বাংলাবাজারে সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড দেয় আদালত। তিনি এই মামলার ১১ নম্বর আসামি।
এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় আরও রয়েছেন ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী, যাকে ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।
আজকের খবর / এমকে