বাংলাদেশের তিনটি নৌকাসহ মোট ৭৯ জন বাংলাদেশি জেলেকে ভারতের কোস্টগার্ড আটক করেছে। ভারতের এই পদক্ষেপের পেছনে কারণ হলো তাদের অবৈধভাবে মাছ ধরার অভিযোগ। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) এই অভিযান চালানো হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ ও ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশের ওই নৌকাগুলি এবং জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড। আপাতত তাঁদের অভিযোগ, এই নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরা চলাকালে ধরা পড়েছে।
আটককৃত জেলেদের কেউই মাছ ধরার জন্য প্রয়োজনীয় বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। পাশাপাশি, উদ্ধারকৃত নৌকাগুলোর মধ্যে মাছ ধরার সরঞ্জাম ও সদ্য ধরা মাছ পাওয়া গেছে, যা অবৈধ মাছ ধরার প্রমাণ হিসেবে ধরা হয়েছে।
আটকদের গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে গিয়ে মেরিন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

