লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক মৃত্যু হয়েছে। ভারতের ভেতরে থাকতেই বিএসএফ লাশ নিয়ে গেছে। এই ঘটনা বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে ঘটে, যখন ভারতের ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনা ঘটে। সবুজ উপজেলার জগতবেরড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার সময় বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। এরপর বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়। এই ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এখনো লাশ বিএসএফ ভারতের ভেতরে রেখেছে। এই ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হবে পতাকা বৈঠকে।

