নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের ভোটাররা এককথায় বলছে—আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশে পূর্নাঙ্গ গণতন্ত্র ছিল না, ফলে সুষ্ঠু নির্বাচনও না হওয়ায় জনগণের অধিকার প্রতিবর্তিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ব্যারিস্টার খোকন। তিনি আগামী ১২ তারিখকে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হিসেবে আখ্যায়িত করেন।
খোকন আরও বলেন, ‘‘নির্বাচন না হলে দেশে সুষ্ঠু গণতন্ত্র ব্যাহত হবে। দীর্ঘদিন ধরে দলীয় দায়িত্বে থাকা বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনিই গণতন্ত্রের মানস কন্যা।’’
নিজের বাস্তব কর্মকাণ্ড তুলে ধরে ব্যারিস্টার খোকন জানান, সংসদ সদস্য থাকাকালে তিনি এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। ‘‘রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদরাসা, মন্দির ও মসজিদসহ সকল ইউনিয়ন পরিষদের ভবন আমার হাতে গড়া। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে ধরে। আমাকে আবার নির্বাচিত করলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করে এলাকাকে আরও এগিয়ে নিয়ে যাব—ইনশাআল্লাহ,’’ তিনি বলেন।
জামায়াতকে উদ্দেশ্য করে খোকন বলেন, ‘‘কিছু স্বার্থান্বেষী দল ধর্মকে পুঁজি করে আপনাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেসবের কোনো প্রভাব নিতে হবে না। নির্বাচিত হলে এ অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি বা সংখ্যালঘু নির্যাতনকারীদের কোনো জায়গা থাকবে না।’’
তিনি অভিযোগ করেন, ‘‘বিগত শাসনে এলাকার উন্নয়নের নামে যে নানা প্রকল্পের টাকা নানা ভাবে হরিলুট করা হয়েছে, তারা তখন দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই এখন ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন এবং শান্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।’’
সভায় সভাপতিত্ব করেন পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুইয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের খবর/ এমকে

