নীলফামারীর ডিমলায় রবিবার (২৫ জানুয়ারি) World Leprosy Day বা বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান উদ্যোগ নেয়া হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি (NLEP) এবং মাইকোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল (MBDC) কর্তৃক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান এবং আলো সোসাইটির প্রতিনিধি মো. সোলায়মান আলি। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী, কুষ্ঠ আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সাধারণ মানুষকে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা কুষ্ঠকে একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ হিসেবে উপস্থাপন করে বলেন, সময়মতো সঠিক চিকিৎসা নিলে রোগটি পুরোপুরি নিরাময় সম্ভব। তবে সামাজিক ভীতি, ভুল ধারণা ও কুসংস্কার এখনও বড় বাধা রয়ে গেছে, যা রোগীকে প্রত্যাখ্যান ও বৈষম্যের শিকার করে। বক্তারা কুষ্ঠ আক্রান্তদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকার ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। জনসচেতনতা সৃষ্টিই কুষ্ঠ নির্মূলের মূল চালিকা শক্তি হওয়ায় নিয়মিত সচেতনতা কার্যক্রমের গুরুত্ব রাখেন বক্তারা।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান সার্বিক সহায়তা প্রদান করেছে।
আজকালের খবর/বিএস

