নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের জয়ই বাংলাদেশকে মূল পর্বে পৌঁছে দিল। যুক্তরাষ্ট্রকে হারালে নেদারল্যান্ডস প্রধান পর্বে নাম লেখায়, আর তাদের এই জয়ের ফলে বাংলাদেশও নিশ্চিত করল বিশ্বকাপ বাছাই থেকে যায়।
বাংলাদেশ আগেই বাছাই পর্বে টানা পাঁচ জয়ে মূলপর্বে পৌছানোর পথে ছিল। এই ফলাফলের পর সুপার সিক্সে দুই ম্যাচ হাতে রেখেই তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো।
বুধবার (২৮ জানুয়ারি) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভার খেলায় ২ উইকেট হারিয়ে ৯০ রান তোলার পরই বৃষ্টি বাধা হয়ে আসে। মাঠে খেলা আর গড়ালে না, ডাকওর্থ–লুইস (ডিএল) পদ্ধতিতে নেদারল্যান্ডসকে ২১ রানে হারানো দেখায় ফলাফল।
এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্ব নিশ্চিত করে; তাদেরও পয়েন্ট ছিল বাংলাদেশর সমান ছয়। বাছাই পর্ব থেকে বাকি দুই স্থান দখলের জন্য বর্তমানে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এগিয়ে রয়েছে; অপরদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বললেই চলে।
উল্লেখ্য, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে।
আজকালের খবর/বিএস

