দূর্নীতির অভিযোগে চট্টগ্রামের ১১ কাস্টমস কর্মকর্তা ও দুই আমদানিকারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০০৯ সালের ২৫ জুন হাসান আলী নামের এক ব্যক্তি এই ১১ কাস্টমস কর্মকর্তা ও দুই আমদানিকারকের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন। চলতি বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আসামিদের বিরুদ্ধে ওই মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে বিচার শুরুর জন্য আজ বৃহস্পতিবার চট্টগ্রামের দায়রা জজ এস এম মুজিবর রহমান এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন চট্টগ্রাম কাস্টমসের সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দীন নাগরী, কাস্টমস কর্মকর্তা সাজেদুল হক, বাহারুল আলম, আবুল হাশিম প্রধান, আবু হায়দার, এ কে এম ফজলুল হক, প্রভাষ চন্দ্র তরফদার, কাজল নন্দী, এন কে বড়ুয়া, আমিনুল ইসলাম, মাসুক আল হোসাইন এবং আমদানিকারক রুহুল আমিন ও ইমরান।