এই মামলাগুলোর দুটি পল্টন ও শাহজাহানপুর থানার, অভিযোগ নাশকতার। মতিঝিল থানার মামলাটি বিস্ফোরক আইনের। মানহানির মামলাটি আদালতে দায়ের করা।
ফখরুলের সময়ের আবেদনে অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়েছে বলে তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, এসব মামলায় বিএনপি নেতা জামিনে রয়েছেন।
চারটি মামলার মধ্যে তিনটিতে আগামী ৯, ১৫ ও ৩০ মার্চ অভিযোগ গঠনের নতুন দিন ঠিক করেছেন। অন্য মামলার নতুন তারিখ জানা যায়নি।
মতিঝিল থানায় বিস্ফোরক আইনের মামলাটিতে সপ্তমবারের মতো অভিযোগ গঠন পেছাল।
২০১২ সালের ৯ ডিসেম্বর ডিআইটি সড়কের হাবিবুল্লাহ ম্যানসনের সামনের রাস্তায় হাতবোমা বিস্ফোরণের এই মামলায় পরের বছরের ১৪ ডিসেম্বর ফখরুলসহ বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
শাহজাহানপুরের নাশকতার মামলায় ফখরুল ও মওদুদ আহমদসহ ২৩ নেতাকর্মী আসামি।
পেশকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে ৩০ বার অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।
পল্টন থানার নাশকতার মামলাটিতে ফখরুলসহ ৭৪ জন আসামি। এ মামলায় ছয় বার অভিযোগ গঠন পিছিয়েছে।
ফখরুলের আইনজীবী মেজবাহ বলেন, “বিভিন্ন কারণে মামলাগুলোর অভিযোগ গঠনের দিন পেছাচ্ছে।”
সম্পাদকঃ জহিরুল হোসেন চৌধুরী
প্রধান কার্যালয়ঃ প্লট-৫৭৬/এ, ব্লক-ডি, বসুন্ধরা বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-বি/৫৬, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও সুপ্রভাত মিডিয়া লিমিটেড ৪ সিডিএ বাণিজ্যিক এলাকা, মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০ থেকে মুদ্রিত।
যোগাযোগ
সাধারণঃ [email protected]
সম্পাদকঃ [email protected]
খবরঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]
Copyright © 2024 All rights reserved by Janatar Kontho.