জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে কয়েকদিন আগে রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছেন। তবে এখনো সেই চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ড. কামাল।
বিএনপির প্যাডে লেখা ওই চিঠিতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বঙ্গভবনে পাঠানো হয়েছিল। চিঠিটি পাঠানো হয় গত ১৩ ডিসেম্বর।
সেই চিঠিতে ড. কামাল হোসেন জোটের ১০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।
চিঠিটি পাওয়ার কথা স্বীকার করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তিনি।