গতকাল বুধবার আইসিসির সভাপতির থেকে পদত্যাগ করেছেন ভারতীয় নাগরিক শশাঙ্ক মনোহর। গত দুই মেয়াদে এই পদে ছিলেন শশাঙ্ক। তবে তার সরে যাওয়ায় অনেকটাই খুশি হয়েছে ভারত। বিশেষ করে স্বদেশী সাবেক আইসিসি সভাপতি এন শ্রীনিবাসন।
তবে সেটা টিকতে দেননি শশাঙ্ক মনোহর। আইসিসি সভাপতি পদে বসেই তিন মোড়ল নীতি উঠিয়ে দেন তিনি। এর জন্যই শশাঙ্কের বিদায়ের পর ক্ষোভ ঝেড়েছেন শ্রীনি। শশাঙ্ককে ভারত বিরোধী আখ্যা দিয়ে শ্রীনি বলেন, সে দেশের ক্রিকেটের বিরুদ্ধে কাজ করেছে। তার কারণেই ভারতের ক্রিকেট অনেক ক্ষতির মুখে পড়ে। আইসিসিতেও তার কারণে আমাদের সুযোগ কমে গেছে। তার এখন পালানোর সময়।
শ্রীনিবাসন আরো বলেন, ‘মনোহর ভারতের হলেও দুইবার সুযোগ পাবার পরও দেশের ক্রিকেটের স্বার্থে কিছুই করেনি। আইসিসির দায়িত্ব ছাড়ায় আমি খুশি হয়েছি।‘
২০১৬ ও ২০১৮ সালে দুইবার আইসিসির সভাপতির পদে ছিলেন মনোহর। দুই বারই তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।