দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে বিরল এক কীর্তি গড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে না থাকলেও ২ উইকেট নিয়ে দারুণ এক অর্জন করলেন তিনি।
দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক উইকেট ও ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব।
৪৯৯ উইকেট নিয়ে বৃহস্পতিবার দেরাদুনে আফগানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেমেছিলেন তিনি। নাজিবউল্লাহ জাদরানকে ফিরিয়ে ৩০২ ম্যাচে এই কীর্তি গড়েন বাঁহাতি অলরাউন্ডার।
এই অর্জন করতে ক্যালিস খেলেছিলেন ৪২০ ম্যাচ, আর আফ্রিদির লেগেছিল ৪৭৭ ম্যাচ।
আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০০ উইকেটের পাশাপাশি এখন সাকিবের রান ১০,১০২।