অনলাইন মিডিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য প্রকাশের দায়ে মোঃ ফেরদৌস নামের এক ব্যক্তি গত ২৭ সেপ্টেম্বর ২২ নং ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।
এ মামলায় ৩৮ জন ব্যক্তিকে আসামী করা হয়েছে। তারা হলেন – এমডি এনামুল হক, এমডি ওমর ফারুক, এমডি সাব্বির হোসেন, মোহাম্মদ এমাদ, ডলার বিশ্বাস, মিফতাহুর রহমান, চিন্ময় দেবনাথ, শাহ মোহাম্মদ শাহিনুর রব, জাওয়াদ হোসেন নির্ঝর, মোহাম্মদ আবু জোবায়ের রব্বানী, ইশরাত রশিদ, এম ডি তোফায়েল হোসেন, এমডি ওমর সানি, ফাহাম আব্দুস সালাম, এমডি আনিছুজ্জামান, ডালিয়া লাকুরিয়া, অরুনাংশু চক্রবর্তী, আমান আব্দুহু, এমডি খালেদ হোসেন, প্রিন্স মাতুব্বর, আজির উদ্দিন, রাশেদুল আলম, এএফএম জাকির হোসেন জ্যাকি, ফাহাম আব্দুস সালাম, কাওসার হামিদ, নিজামুদ্দিন দোদন, আহসানুল কবির, কামরুন্নাহার শাহানা, এএসএম আজিম, কাজি ওয়াহিদুজ্জামান, এমদি মেহেদি হাসান, একেএম ওয়াহিদুজ্জামান, এমডি আব্দুল বাকি, প্রশান্ত বাড়ই, পিনাকী ভট্টাচার্য, এম কয়সর আহমেদ, এম এ মালেক, আসিফ সাবগাত ভুঁইয়া।
আমাদের এ প্রতিবেদক জানান, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পি.বি.আই) -কে আগামী নভেম্বর মাসের মধ্যে এ বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় ঢাকা পি.বি.আই-এর অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ আসার পর থেকেই আমরা কাজ করছি। আদালতের নির্দেশে এরই মধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সম্পর্কে সবাইকে জানাতে পারবো।
এ ব্যাপারে বাদী মোঃ ফেরদৌসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসামীরা অনলাইন মিডিয়াকে ব্যবহার করে দীর্ঘদিন যাবত বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে আসছে। সম্প্রতি তারা একটি প্রবন্ধে আমাদের সকলের প্রাণপ্রিয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা ও অকথ্য ভাষা ব্যবহার করে মানহানিকর বক্তব্য প্রদান করেছে, যা তাঁকে গভীরভাবে মর্মাহত করে। – এ কারনে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলাটি দায়ের করার সিদ্ধান্ত নেন।
তবে এ বিষয়ে বিবাদীদের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।