পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
২১ অক্টোবর বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তা রেিদর মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় মতিঝিল জোনের ডিসি আশরাফুজ্জামান ও এডিসি মেহেদি হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হারুন-অর রশীদের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা বারের সাবেক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মতিঝিল জোনের ডিসি মোঃ আশরাফুজ্জামান ও এডিসি মেহেদী হাসানসহ পুলিশের ৩৫ জন সদস্যকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত রক্ষীদের (সিসিএফ) সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় সিসিএফ’র গাড়ি ভাংচুর করে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করে পুলিশ।